স্টাফ
রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বার
(০১৭৩০৩৩১০৭৪) ক্লোন করেছে একটি প্রতারক চক্র। শুক্রবার (২৩ অক্টোবর)
বিষয়টি টের পেয়ে ইউএনও ফরহাদ চৌধুরী কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়রি
করেছেন।
উপজেলা ইউএনও’র অফিস সূত্রে জানা যায়, প্রতারক চক্রের
সদস্যরা ওই নাম্বার থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কল করে ইউএনও
অসুস্থ দাবি করে বিকাশের মাধ্যমে টাকা সহযোগিতা চায়। বিষয়টি জানতে
পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ চৌধুরী বিষয়টি ঊর্ধ্বতন
কর্তৃপক্ষ ও পুলিশ বিভাগকে অবগত করেছেন।
বিষয়টি নিশ্চিত করে তিনি
বলেন, ‘প্রতারক চক্র যাদের কাছে টাকা চেয়েছে সবাই আমার সাথে
যোগাযোগ করছেন। তাই কারও কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে নি।
থানায় একটা জিডি করেছি। অপরাধীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।’
