এইচ
ডি রুবেল: কুলাউড়াসহ ৪ উপজেলায় আজ (বুধবার ১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল
পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে পিডিবি সূত্রে জানা গেছে।
কুলাউড়া
পিডিবির নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন জানান, ১৩২/৩৩ কেভি কুলাউড়া
গ্রিডের সাব-স্টেশনের জরুরি মেরামত কাজের জন্য বুধবার সকাল ৬ টা থেকে বিকেল
৩ টা পর্যন্ত কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও কমলগঞ্জসহ চার উপজেলার পিডিবি ও
পল্লী বিদ্যুতের গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্বাহী
প্রকৌশলী বিদ্যুৎ গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য পিডিবির পক্ষ থেকে
আন্তরিক দুঃখ প্রকাশ করে জরুরি মেরামত কাজে গ্রাহকদের সহযোগিতা কামনা
করেছেন।
