চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর মাষ্টার

 


 

হিফজুর ররহমান তুহিন: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের গোপীনগর গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুন নূর (মাষ্টার) (৭২) আর নেই। ২৫ আগষ্ট রাত ১১ টা ২০ মিনিটে বার্ধক্য জনিত কারনে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্না-রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

 


২৬ আগষ্ট বুধবার বেলা ৩ টায় বৃন্দাবনপুর বেলনী মাঠে জানাজা শেষে তাকে গোপীনগর মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, ওয়ার্কাস পার্টি কেন্দ্রীয় নেতা কমরেড সিকন্দর আলী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার  ইউপি চেয়ারম্যান তৌফিক আহমেদ বাবু, কেন্দ্রীয় ছাত্রলীগ উপ-মানব সম্পদ বিয়ষক সম্পাদক মহিউদ্দিন অপু, পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ চৌধুরী, হাজী এলখাছুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, পতনউষার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মরম আলী, পতনউষার ইউনিয়ন যুবলীগ সভাপতি শামসুর রহমান, সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজিব, উপজেলা যুবলীগ
সদস্য আনোয়ার পারভেজ আলাল, কমলগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি মিনহাজ নাসির।

Post a Comment

Previous Post Next Post