বিশেষ
প্রতিনিধিঃ কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহমেদ কাতারে সফল কুটনৈতিক
মিশন শেষ করে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি নিয়ে ইউরোপের তিন দেশ (গ্রীস,
আলবেনিয়া, মালটা) রাষ্ট্রদূত হিসাবে আগামী সাপ্তাহে কাতার ত্যাগ করবেন।
পদন্নতির মাধ্যমে বদলিজনিত বিদায় উপলক্ষে রাষ্ট্রদূত আসুদ আহমদের সাথে
কাতারস্থ কুলাউড়া কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন কাতার কুলাউড়া কল্যান সমিতির সভাপতি
আজিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি আব্দুর রব বাগদাদী, সহ সভাপতি জনাব মোশাহিদ
আলী আলফু, সাধারণ সম্পাদক রমজান আলী, রাহীবুল ইসলাম সাদিক, ইন্জিনিয়ার
মোঃ কামাল হোসেন প্রমুখ। কুলাউড়া কল্যাণ সমিতির নেতৃবৃন্দ কুলাউড়া
প্রবাসীদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান,উনার নেক
হায়াত কামনা করেন, রাষ্ট্রদূত সবার কাছে দোয়া প্রার্থনা করেন যাহাতে উনি
উনার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।
এসময় বিগত ৫
বছর কর্মময় জীবনে রাষ্ট্রদূত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
রাষ্ট্রদূত আসুদ আহমদ কাতার বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের জন্য
ব্যাপক পরিবর্তন বিশেষ ভূমিকা পালন করেছেন। তারমধ্যে উল্ল্যেখযোগ্য ছিল
বাংলাদেশে ভিসা সেন্টার চালু, শ্রমবাজার উন্নয়ন, শ্রমিকদের অধিকার আদায়ে
স্ক্যান কোম্পানিতে আড়াই হাজার বাংলাদেশি শ্রমিকদের তাৎক্ষণিকভাবে সমস্যা
নিরসনে কাজ করা। দূতাবাসের সেবা প্রত্যাশীদের সেবার মান নিশ্চিত করতে টোকেন
সিস্টেমের মাধ্যমে সিরিয়াল প্রদান।
তাছাড়া ২০১৭ সালে ৫ জুন সৌদি
জোটের নেতৃত্বে কাতার অবরোধের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক
সহযোগিতার পাশাপাশি প্রবাসী শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করেছেন তিনি।
কাতারে একমাত্র বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এম এইচ এম স্কুল
অ্যান্ড কলেজের শিক্ষার মান উন্নয়নে নতুন ভবন নির্মাণ ও প্রতিষ্ঠানে নতুন
ডিরেক্টর নিয়োগে ভূমিকা রেখেছেন। পাশাপাশি বাংলাদেশ কমিউনিটি কাতারের
আনুষ্ঠানিক উদ্বোধন ও মেড ইন বাংলাদেশ প্রদর্শনীয় উন্নয়ন মেলার আয়োজন
করেছেন তিনি।
বিদায়ী রাষ্ট্রদূত প্রবাসীদের সাফল্য ও উজ্জ্বল
ভবিষ্যৎ কামনা করেন সেই সাথে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখার পাশাপাশি
আগামীতে কেউ গ্রিসে গেলে দূতাবাসে যোগাযোগ করার আহ্বান জানান।
উল্লেখ্য,
কাতারে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত আসুদ আহমেদ গ্রিসে যোগদান
করবেন আর গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন কাতারে যোগদান
করবেন।
প্রসঙ্গত, আসুদ আহমেদ কুলাউড়ারই একজন কৃতি সন্তান। তিনি গত
১৯ আগষ্ট কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির সঙ্গে বিদায়ী সাক্ষাত
করলে কাতারে দ্বায়িত্ব পালন কালে কাতার-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আমির উনাকে রাষ্ট্রীয় বিশেষ সম্মাননা আল ওয়াজবা
পদকে ভূষিত করেন ।