আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে কমছে না

 

 

অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে পেট্রলিয়ামের দাম কমলেও দেশে দাম কমানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে দেড় লাখ টন পেট্রোলিয়াম পণ্য আমদানির প্রস্তাব অনুমোদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।

দাম কমানো উচিত কি না অর্থমন্ত্রী হিসেবে তিনি কী মনে করেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কোনো মতামত নেই।’

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন শুরু হয়। এর ফলে বছরের শুরু থেকেই জ্বালানি তেলের দাম কমছিল।




Post a Comment

Previous Post Next Post