অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু আজ

 


স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের আবাসিক ক্যাম্প আজ শুরু হচ্ছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে চলবে এই অনুশীলন ক্যাম্প।

চার সপ্তাহের ক্যাম্পে ৪৫ জন খেলোয়াড় তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবেন। ক্যাম্পে অংশ নেয়া ক্রিকেটারদের সবাইকে করোনা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। ক্যাম্পে থাকছেন না প্রধান কোচ নাভিদ নেওয়াজ ও ট্রেনার রিচার্ড স্টনিয়ার।

যুবাদের ক্যাম্প নিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার বলেন, মেহরাব হোসেন অপি, তালহা জুবায়ের এবং মোহাম্মদ সালেমসহ স্থানীয় কোচিং স্টাফরা প্রশিক্ষণ ক্যাম্পে যুবাদের তদারকি করবেন।

 

Post a Comment

Previous Post Next Post