বিশেষ
প্রতিনিধিঃ জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে ১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে বিজিবি
অভিযান চালিয়ে ১৫ হাজার ভারতীয় অবৈধ রুপিসহ এক যুবককে গ্রেফতার করেছে। আটক
যুবকের নাম নাইম আহমদ (২৫)। সে উপজেলার বিরইনতলা গ্রামের আব্দুল লতিবের
ছেলে। সন্ধ্যায় বিজিবি আটককৃত যুবককে জুড়ী থানায় সোপর্দ করেছে।
জানা
গেছে, বিজিবি’র ফুলতলা ক্যাম্পের নায়েক সুবেদার মাসিউর রহমানের নেতৃত্বে
টহল দল মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ১৮২০ সংলগ্ন এলাকায় সন্দেহজনক
ঘোরফেরাকালে নাইম আহমদ নামে এক যুবককে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে
১৫ হাজার ভারতীয় অবৈধ রুপি উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে
জুড়ী থানায় মামলা হয়েছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল
গাজী শহীদুল্লাহ জানান, জুড়ীর সীমান্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ রুপিসহ আটক
যুবককে মঙ্গলবার সন্ধ্যায় জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে।