স্টাফ রিপোর্টার: করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে সাংবাদিকদের প্রণোদনার চেক হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও মৌলভীবাজার প্রেসক্লাবের সহযোগীতায় ২৭
আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বিতীয় ধাপে ১৮
জন সাংবাদিকের কাছে প্রণোদনার চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
সালাহ
উদ্দিন ইবনে শিহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ
ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি অশোক কুমার দাশ,
মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত ও রাজনগর উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন বকস।
অনুষ্ঠান শেষে দ্বিতীয় ধাপে জেলায়
কর্মরত ১৮ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক প্রদান করেন
অতিথিরা। এর আগে প্রথম ধাপে গত ৬ আগস্ট দূপুরে করোনাকালীন সময়ে জীবনের
ঝুঁকি নিয়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রীর আর্থিক
সহায়তার চেক জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৫ জন
সাংবাদিককে দেয়া হয়।
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার ২য় ধাপে ১৮ জন
সাংবাদিকদের মধ্যে ১৫ জনের নাম জানা গেছে তারা হলেন, স,ই,সরকার জবলু (দৈনিক
খবরপত্র), এস এম মেহেদী হাসান (দৈনিক বর্তমান), মোঃ মাহবুবুর রহমান রাহেল
(দৈনিক আমার সংবাদ ও মৌলভীবাজার ২৪ ডটকম), এ এস কাঁকন (দৈনিক ভোরের পাতা),
এম এ আজিজ (দৈনিক নয়া দিগন্ত), বিকুল চক্রবর্তী (ইটিভি), ইমন দেব চৌধুরী
(বৈশাখী টিভি), সঞ্জয় কুমার দে (মাই টিভি), হৃদয় দেবনাথ (জিটিভি), রিপন দে
(জাগো নিউজ) তানভির আঞ্জুম আরিফ (দৈনিক আলোকিত সময়/মৌমাছি কন্ঠ), জাফর খাঁন
(বিজয় টিভি) , মোঃ আমির (ক্যামেরা পার্সন বিটিভি), ওমর ফারুক নাঈম
(প্রতিদিনের সংবাদ), আবুল হায়দার তরিক (ঢাকা প্রতিদিন)।
অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও
প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ
পরিবেশনের মধ্য দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরাণিত করতে সাংবাদিকদের
আহ্বান জানান।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, প্রধানমন্ত্রী
করোনাকালীন পরিস্থিতি মোকাবেলার পাশাপশি সব সেক্টরের মানুষের পাশে
দাড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের প্রণোদনা দেয়া হচ্ছে’।
সাংবাদিকদের
পক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত তার বক্তব্যে
বলেন করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সাংবাদিক কল্যাণ
ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের পাশে দাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা
জানান। এছাড়া সাংবাদিকদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রী
সুদৃষ্টি কামনা করেন।