বিশেষ
প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম
প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু'র রূহের মাগফিরাত
কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কুলাউড়া উপজেলা
স্বেচ্ছাসেবকদল।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে শহরের চৌমুহনীতে বিএনপি কার্যালয়ে কর্মসূচি পালিত হয়।
কুলাউড়া
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম
গিয়াস উদ্দিন মোল্লা'র সভাপতিত্বে এবং জসীম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য
রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক এম. ফয়েজ
উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন আব্দুর রব সামু, ফরহাদ আহমদ, তারা মিয়া,
রুহেল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা মাসুদ রানা, সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা
সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের সুস্থ্যতা কামনায় এবং সদ্য মরহুম কেন্দ্রীয় সভাপতি শফিউল
বারী বাবু'র রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার
বিভিন্ন শাখার স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।