বিশেষ
প্রতিনিধিঃ জুড়ী উপজেলার হাজী মোঃ সফিক উদ্দিন চৌধুরী লাদেন আর নেই। ১৯
আগস্ট বুধবার ভোর ৬টায় সিলেটের সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল হয়েছেন।
মৌলভীবাজার জেলা তথা জুড়ী উপজেলায় মানবতার ফেরিওয়ালা লাদেন ভাই নামে পরিচিত
ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর। মৌলভীবাজার জেলা জুড়ী
উপজেলা শাহগঞ্জ বাজারের মনরপুর গ্রামের মৃত হাজী মোঃ মবশ্বির আলী চৌধুরীর
পুত্র। গত কয়েকদিন পূর্বে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। শারীরিক
অবস্থার অবনতি হলে, মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসাপাতালের আইসিউতে রাখা হয়
বলে জানা গেছে।
জুড়ী উপজেলার অনেকেই বলেন, দাফনকাজে সর্বদা
স্বেচ্ছায় প্রস্তুত থাকতেন তিনি। তাঁর মধ্যে বিরাজমান এক দুর্লভ মানবতা।
মৌলভীবাজারের জুড়ী, বড়লেখা, কুলাউড়াসহ বিভিন্ন উপজেলার লোকজনের কাছে তিনি
লাদেন নামে ব্যাপক পরিচিত। ২০০৩ইং সাল থেকে এপর্যন্ত কোনো পারিশ্রমিক ও
কোনো ধরনের প্রতিদান ছাড়াই স¤পূর্ণ বিনামূল্যে ২ হাজারের বেশি কবর তিনি খনন
করেছেন। কখনো-কখনো দিনে ৩/৪টি কবরও খনন করতে হয়েছে তাঁকে। মানবতার লাদেন
এর মৃত্যুর সংবাদে জুড়ী উপজেলার পাশাপাশি মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার
মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহ¯পতিবার (২০/৮) সকাল
১১টায় শাহপুর জামেয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে হাজারো মুসল্লিয়ানের
উপস্থিতিতে জানাযা শেযে পার্শ্ববর্তী গুরুস্থানে তাঁকে দাফন করা হয়।