বীর উত্তম সিআর দত্ত লাইফ সাপোর্টে

 


অনলাইন ডেস্কঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হবিগঞ্জের কৃতি সন্তান মেজর জেনারেল (অব.) বীর উত্তম চিত্ত রঞ্জন দত্ত (সিআর দত্ত) বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আমেরিকার ফ্লোরিডার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শংক শুভ্র রায়।

সম্প্রতি বার্ধক্যজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সি আর দত্তের মেয়ে কবিতা দাশগুপ্তা তার পিতার রোগ মুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে প্রার্থনা করেছেন।

সিআর দত্ত মুক্তিযুদ্ধের সময় ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়াও হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ ও বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। - বাংলাদেশ জার্নাল

 

 

Post a Comment

Previous Post Next Post