সিলেট প্রতিবেদক: যখনই ঘোর অন্ধকার করে আকাশে মেঘ জমে তখনই আকাশের দিকে তাকিয়ে থাকেন গোটাটিকরের বিসিক শিল্পনগরীর ব্যবসায়ীরা। কবে নামবে বৃষ্টি?
অনেকেই হয়তো ভাবছেন যে, মাছ ধরার অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরা, মোটেই না। তারা তাদের দোকানের মালা-মাল রক্ষায় নির্ঘুম রাত কাটাতে প্রস্তুতি নিতে থাকেন কারণ একটু বৃষ্টি নামলেই অত্যন্ত ব্যবসা বান্ধব এলাকা সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের বিসিক শিল্পনগরী এলাকায় প্রায় প্রতি দোকানের ভিতরে হাঁটু সমান পানি জমে যায়। কিন্তু দেখার কেউ নেই।বিসিক শিল্পনগরীর কয়েক জন ব্যবসায়ী জানান, "করোনায় এমনিতেই ব্যবসার বেহাল দশা, তার মাজে একটু বৃষ্টি নামলেই দোকানে হাঁটু সমান পানি জমে যায়, দিনের অর্ধেক সময়ই ব্যবসা না করে পানি পরিস্কার করতে করতে চলে যায়। আমরা অতিষ্ঠ, কেউ যেন খোঁজ রাখার প্রয়োজন মনে করে না।এসময় তারা সিলেট সিটি কর্পোরেশনের জন-প্রতিনিধিদের অনুরোধ জানান, একটাবার এসে পরিস্থিতি দেখা যাওয়ার জন্য।
তারা জোর দাবি জানান, এই জলাবদ্ধতার সঠিক সমাধানের।