সূর্যের খুব কাছে পৌঁছাল ইউরোপের স্যাটেলাইট


অনলাইন ডেস্কঃ ইউরোপের স্যাটেলাইট ‘সোলার অরবিটার’ সূর্যের খুব কাছ থেকে ছবি পাঠিয়েছে। এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হল বিশ্ব।

ইতিহাস গড়ল নাসা ও ইএসএ (ইউরোপীয়ান স্পেস এজেন্সি)। গত ফেব্রুয়ারি থেকেই সূর্যের পাড়াতেই বসবাস করছিল।

বৃহস্পতিবার সূর্যের কোল ঘেঁষে বসে ছবি তুলে পাঠিয়েছে স্যাটেলাইটটি। সূর্য থেকে তার দূরত্ব ছিল সাড়ে সাত কোটি কিলোমিটারের কিছু বেশি।

পরের পর্যায়ে দূরত্ব আরও কমিয়ে চার কোটি কিলোমিটারেও পৌঁছাতে পারে সোলার অরবিটার। তখন বুধের থেকেও সে বেশি ঘনিষ্ঠ হবে সূর্যের।

সূর্যের এত কাছে যাওয়ার সাহস এর আগে কেউ দেখায়নি।

সেই দুঃসাহসিক অভিযান হিসেবে ১০ ফেব্রুয়ারি ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইএসএ ও নাসা। এ অভিযান নিয়ে বিভিন্ন দেশের মহাকাশ বিজ্ঞানীদের অবদান রয়েছে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির ১২ সদস্য যথা অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, পোলান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ব্রিটেনের বিজ্ঞানীরা রয়েছেন সোলার অরবিটার মিশনের গবেষণা ও ইঞ্জিনিয়ারিং বিভাগে। 

Post a Comment

Previous Post Next Post