কুলাউড়ায় দেশীয় পাইপগানসহ ২ ডাকাত আটক


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তবর্তী এলাকা থে‌কে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

রোববার (১৯ জুলাই) রাত ১১ টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাগজুর এলাকা থে‌কে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলের পাড় গ্রামের আব্দুস সোবহানের ছেলে মাহমুদ আলী ওরফে লিটন (৩৫) ও কমলগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের বশির মিয়ার ছেলে আব্দুস ছত্তার রাজু (৩০)।

পুলিশ জানায়, আটক দুজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও একাধিক ডাকাতি মামলার আসামি। আটককৃত দুজনসহ আরও ৭ থেকে ৮ জন মিলে কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পার্শ্ববর্তী ভারত অংশের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করলেও বাকীরা পালিয়ে যায়।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ২ ডাকাতের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। কোর্টের মাধ্যমে তা‌দের জেল হাজতে প্রেরণ করা হবে। বাকীদেরও আটকের অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

Previous Post Next Post