বিশেষ প্রতিনিধি:
কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ছানোয়ার আলী
ছনু সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭. ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা
ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...... রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কুলাউড়া গ্রাম নিবাসী হাজী মো. ছানোয়ার আলী ছনু তাঁর জীবদ্দশায় রাজনীতির পাশাপাশি কুলাউড়া ইউনিয়নের মেম্বার, কুলাউড়া পৌরসভার কমিশনার, কুলাউড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করে জনসেবা করে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হার্টসহ বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গত ১৬ জুন ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি ভর্তি হন। পরে ২৭ জুন তাঁর বাইপাস অপারেশন করার পর থেকে তিনি উক্ত হাসপাতালে মৃত্যুর পূর্ব পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।
তাঁর মৃত্যুর সংবাদে কুলাউড়ায় এক শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের লাশ ঢাকা থেকে কুলাউড়ায় পৌছার পর মঙ্গলবার (২১ জুলাই) দাফন অনুস্টিত হবে বলে জানা গেছে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কুলাউড়া গ্রাম নিবাসী হাজী মো. ছানোয়ার আলী ছনু তাঁর জীবদ্দশায় রাজনীতির পাশাপাশি কুলাউড়া ইউনিয়নের মেম্বার, কুলাউড়া পৌরসভার কমিশনার, কুলাউড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করে জনসেবা করে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হার্টসহ বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গত ১৬ জুন ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি ভর্তি হন। পরে ২৭ জুন তাঁর বাইপাস অপারেশন করার পর থেকে তিনি উক্ত হাসপাতালে মৃত্যুর পূর্ব পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।
তাঁর মৃত্যুর সংবাদে কুলাউড়ায় এক শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের লাশ ঢাকা থেকে কুলাউড়ায় পৌছার পর মঙ্গলবার (২১ জুলাই) দাফন অনুস্টিত হবে বলে জানা গেছে।
এমপির শোক প্রকাশ: বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ছানোয়ার আলী ছনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
শোক বিবৃতিতে তিনি বলেন, ছানোয়ার আলী ছনু একজন বঙ্গবন্ধু আদর্শের অনুসারী ছিলেন। তাঁর মৃত্যুতে আওয়ামী পরিবার একজন একনিষ্ঠ কর্মীকে হারালো, যা সহজে পূরণ হবার নয়।
এছাড়াও মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, সাবেক এমপি মো. আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) সুশীল চন্দ্র দে, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখশ প্রমুখ।