৫৪ দেশের জন্য সীমান্ত খুলছে ইইউ


অনলাইন ডেস্ক: করোনা মহামারীতে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত জুলাইয়ের শুরু থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

চীন, ভুটান, ভারতসহ বিশ্বের ৫৪টি দেশের নাগরিকরা ইইউর শেনজেন জোনে প্রবেশ করতে পারবেন। তবে বাংলাদেশের জন্য বন্ধই থাকছে শেনজেন সীমান্ত।
ইইউর ২২ দেশ এবং এর বাইরের চারটি দেশ নিয়ে শেনজেন জোন গঠিত। ইইউর পাসপোর্ট ফ্রি জোন হিসেবে পরিচিত শেনজেন।
এই এলাকার যে কোনো দেশের নাগরিক শেনজেনভুক্ত যে কোনো সদস্য দেশ সফর করতে পারেন। শেনজেন এলাকায় কোনো সীমান্ত নিয়ন্ত্রণ নেই। এএফপি।

Post a Comment

Previous Post Next Post