কমলগঞ্জে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু


কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে ধলাই নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ভেসে এলো ১২ বছরের শিশু।

রোববার ১০ মে বিকেলে  রহিমপুর ইউনিয়নের লক্ষীপুরস্থ রুমেল বক্সের বাড়ির পাশে ধলাই নদীতে ঘটনাটি ঘটে।

নিহত শিশু দেওড়াছড়া চা বাগানের চা শ্রমিক দূর্গাচরনের ছেলে জীবন।

স্থানীয় সূত্র জানায়, বাগানের ৪জন মিলে ধলাই নদীতে যায় মাছ ধরতে। একসময় ৩ জন নদী থেকে উঠলেও জীবন উঠতে পারেনি। ধারনা করা হয়েছে সে গভীরে তলিয়ে গিয়েছিল। সাঁতার জানেনা।

পরে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬ টার দিকে ভেসে উঠে তার মরদেহ।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্য পৌঁছে তার মরদেহ উদ্ধার করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, মরদেহ প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহনের পর স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post