সিলেটে করোনা আক্রান্ত আরও ৬৬ জন


নিউজ ডেস্কঃ সিলেট বিভাগে আরও ৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

শুক্রবার (১ মে) ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তাদের শরীরের নমুমা পরীক্ষা শেষে ফলাফলে করোনা ভাইরাস ধরা পড়ে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে সবার নমুনা পরীক্ষা সম্ভব হয়নি। তাই প্রায় এক হাজার নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৬৬ জনের করোনা ধরা পড়েছে। আক্রান্তরা সিলেট বিভাগের চার জেলার।

Post a Comment

Previous Post Next Post