বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় নতুন করে ২জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে টেস্ট হওয়া ১৮৮টি নমুনার মধ্যে ১৩টির করোনা ফলাফল পজেটিভ আসে।
ওসমানী মেডিকেল কলেজের ল্যাব সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জের ৫ জন, সুনামগঞ্জের ৪ জন ও মৌলভীবাজারের ২ জন রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে টেস্ট হওয়া ১৮৮টি নমুনার মধ্যে ১৩টির করোনা ফলাফল পজেটিভ আসে।
ওসমানী মেডিকেল কলেজের ল্যাব সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জের ৫ জন, সুনামগঞ্জের ৪ জন ও মৌলভীবাজারের ২ জন রয়েছেন।
কুলাউড়ার
আক্রান্ত দুইজনের মধ্যে একজন পুরুষ, বয়স ২৫। অপরজন নারী, বয়স ৬০। তাদের
শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এদের একজনের
শারীরিক অবস্থা অনেকটাই ভালো অবস্থায় আছে। তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ
আছে এবং চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন ডা. তৌউহিদ
আহমদ।
সিভিল
সার্জন জানান বুধবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে সিলেট থেকে ফোনে জানানো
হয়েছে মৌলভীবাজারে ২ জনের করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে।