আহনাফ হাবিব চৌধুরীর কবিতা


 টুঙ্গিপাড়ার সেই ছোট্ট ছেলে,
কবে যে বড় হলো। 
উনিশ্ব বিশের মার্চে
তার জন্ম হলো।
পিতা লুৎফুর মাতা সায়েরা খাতুনের,
সন্তান ছিলেন তিনি।
আদরের খোকা বাবা মায়ের,
 মিয়া ভাই গ্রাম বাসীর।
আদরের সেই ছোট্ট ছেলে,
কবে যে বড় হলো,
দেখতে দেখতে তার জন্মের,
শতবর্ষী আজ হলো।
জাতির পিতা তিনি বন্ধু সকলের,
আন্দোলনের প্রেরনা তিনি,
শক্তি  সকলের।
৭ মার্চের ভাষণ তার,
এনেছিল স্বাধীনতা।
বঙ্গবন্ধু উপাধি তাই,
দিয়েছিল জনতা।
আজো প্রত্যেক বাঙালীর মাঝে,
আছেন তিনি বেঁচে।
তার স্বপ্ন পূরণ করেছেন,
তার কন্যা দু হাতে।
মানবতার জননী তিনি,
পেয়েছেন উপাধি।
 তিনি যেন বঙ্গবন্ধুর,
 এক মূর্থ প্রতিচ্ছবি।
ভাগ্যবান আমরাও,
পেয়েছি মুজিববর্ষ।
মুজিব তুমি ভালো থেকো,
তুমি সর্বশ্রেষ্ট।
তুমার মতো নেতা,
হাজার বছরে আসে।
বেঁচে থাকবে তুমি,
যতদিন বাঙালী থাকবে।

Post a Comment

Previous Post Next Post