নিউজ ডেস্কঃ অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বিডি মেইল'র অন্যতম পরিচালক, বাংলাদেশ ডেন্টাল পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডেন্টিষ্ট হেমন্ত চন্দ্র পাল এর পিতা কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিরশংকর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, প্রবীন চিকিৎসক ডা: হেম কুমার পাল আর নেই।
তিনি
শনিবার রাতে তার নিজ বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩
বছর, তিনি স্ত্রী ও ৪ পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার
মৃত্যুর খবরে উপজেলা ব্যাপী শোকের ছায়া নেমে আসে এই প্রবীন চিকিৎসক কিছুদিন
যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এই চিকিৎসকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল
শত প্রতিকূলতার মধ্যেও গ্রামের অসহায় রোগির চিকিৎসা সেবা করে গেছেন।
মৃত্যুর
পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাঠক ছিলেন। অসুস্থ
অবস্থায় ও তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার জন্য অপেক্ষা করতেন। এই সকল
পত্রিকা তার গ্রন্থশালায় সংগ্রহ করে রাখতেন। গত বছর ২৪ ডিসেম্বর দৈনিক
ইত্তেফাক পত্রিকার বর্ষ পূতিতে ৫৬ বছর যাবত একটানা ইত্তেফাক পত্রিকার এই
পাঠককে কুলাউড়া সাংবাদিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। পাকিস্তান
আমলে সিলেট বিভাগের দৈনিক পত্রিকা গুলো সুরমা মেইল যোগে পরদিন এলাকাতে
আসতো। তার পত্রিকা সংগ্রহ করার জন্য নির্ধারিত লোক নিয়োজিত থাকতো। মৃত্যুর
দিনও তিনি দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা ও দৈনিক ইত্তেফাক পত্রিকা
পাঠ করে গেছেন।
বিভিন্ন মহল থেকে তার মুত্যুতে শোক প্রকাশ অব্যাহত রয়েছে।