জুড়ীতে ভ্রাম্যমান আদালতে দশ জনের উপর জরিমানা


জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ভ্রাম্যমান আদালত দশ জনকে পৃথক দুটি আইনে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জুড়ীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক।

এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম। অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১ হাজার টাকা করে ৬ হাজার টাকা এবং অযথা ঘোরাঘুরি করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় প্রত্যেককে ২শত টাকা করে ৮শত টাকা সহ ৬ হাজার ৮শত টাকা জরিমানা করে আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক বলেন, শৃঙ্খলা সৃষ্টির স্বার্থে মোবাইল কোর্ট চলমান আছে। বাজার মনিটরিং কঠোরভাবে পর্যবেক্ষণ চলছে। জুড়ীর মূল বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন বের করলে কোন ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post