প্রাণঘাতি করোনার শিকার বিশ্বের ৩০ লাখ মানুষ


অনলাইন ডেস্কঃ উৎপত্তির মাত্র চার মাসের মাথায় প্রাণঘাতি করোনার শিকার বিশ্বের প্রায় ৩০ লাখ মানুষ। যাতে মৃত্যুর সংখ্যা ২ লাখের বেশি। এর মধ্যে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন পৌনে ৯ লাখের বেশি জন। 

আজ বাংলাদেশ সময় সোমবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বের প্রায় ৭৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এতে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২৯ লাখ ৯৩ হাজার ২৬২ জনে পৌঁছে। অপরদিকে, প্রাণ হারিয়েছেন আরও ৩ হাজার ৭৫১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৬ হাজার ৯১৫ জনে দাঁড়িয়েছে। আর গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ লাখ প্রায় ৭৯ হাজার মানুষ।

করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী ইউরোপ ও আমেরিকা। এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনার শিকার প্রায় ১০ লাখ মানুষ। দেশটিতে গত ঘণ্টায় আক্রান্তের সংখ্যা  ৫০ হাজারের বেশি। যেখানে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৯ লাখ ৮৭ হাজার ১৬০ জনে। আর মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৯শ জনের। এ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে ৫৫ হাজার ৪১৩ জনে ঠেকেছে। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার কম হলেও তা লাখ ছাড়িয়েছে। যা বর্তমানে ১ লাখ প্রায় ১৯ হাজার।

করোনায় দুঃসহ জীবন অতিবাহিত করছে ইউরোপীয়রাও। তবে, গত একদিনে এ মহাদেশটিতে আবারও সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড হয়েছে।

স্পেনে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। যা গত এক একমাসের মধ্যে সর্বনিম্ন। দেশটিতে মোট প্রাণহানি ২৩ হাজার ১৯০ জনের। যেখানে আক্রান্ত ২ লাখ প্রায় ২৬ হাজার ৬২৯ জন। মৃত্যু কমেছে প্রতিবেশী ইতালিতেও। গত একদিনে সেখানে ২৬০ জন প্রাণ হারিয়েছেন। যা প্রাদুর্ভাব দেখার ৫০ দিনে সর্বনিম্ন। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ৬৪৪ জনে ঠেকেছে। আক্রান্ত ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন। 

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে ১ লাখ সাড়ে ৬২ হাজার ১০০ জনের আক্রান্তের বিপরীতে মারা গেছেন ২২ হাজার ৮৫৪ জন। যুক্তরাজ্যে ১ লাখ ৫২ হাজার ৮৪০ জন আক্রান্ত, মারা গেছেন ২০ হাজার ৭৩২ জন। তুরস্কে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনার শিকার হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২ হাজার ৮০৫ জন। মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে আক্রান্ত ৯০ হাজার ছাড়িয়েছে। মৃত হয়েছে ৫ হাজার ৭১০ জনের।

আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮৮১ জনের মৃত্যু হয়েছে। যেখানে আক্রান্ত ২৮ হাজার ছুঁই ছুঁই। পাকিস্তানে আক্রান্ত ভারতের চেয়ে অর্ধেক। দেশটিতে ১৩ হাজার ৩২৮ জনের বিপরীতে মারা গেছেন ২৮১ জন।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত আক্রান্ত পাঁচ হাজার ৪১৬ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৪৫ জন।

Post a Comment

Previous Post Next Post