স্পোর্টস ডেস্কঃ জয় দিয়েই
বিদায় হলো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়কের। বৃষ্টি আইনে বড় জয়ের
মধ্যদিয়ে ক্যাপ্টেনকে বিদায় দিলো তামিম-লিটনরা। সেই সাথে জিম্বাবুয়ের
বিপক্ষে জয়ের পরপরই মাশরাফিকে ঘিরে অন্যরকম উন্মদনায় মাতেন ক্রিকেটাররা।
ক্রিকেটাররা মাশরাফিকে তুলে নেন কাঁধে । সেই সাথে সাথে দলের সব ক্রিকেটার
মাশরাফিকে সম্মান জানিয়ে বিশেষ জার্সি গায়ে জড়ান। জার্সির সামনের অংশে লেখা
ছিলো ‘THANK YOU CAPTAIN’, আর পেছনে মাশরাফির নামের পাশাপাশি জার্সি
নাম্বার ‘দুই’।
ম্যাচ শেষে বিশেষ জার্সি গায়ে ম্যাচের দুই হিরো তামিম ও লিটন জার্সি গায়ে বিশেষ ফটোশ্যুটও করেন। এবং মাঠে থাকা দুই উপস্থাপক গৌতম ভিমানি ও আতাহার আলী খানের কাছে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তামিম জানান মাশরাফির মতো আর কেউই নেই৷ অন্যদিকে লিটন স্বরণ করিয়ে দেন সবসময় মাশরাফিকে পাশে পাওয়ার কথা। সেইসাথে ড্রেসিংরুমে মাশরাফির সাথে মজা করার কথা।
ম্যাচ শেষে বিশেষ জার্সি গায়ে ম্যাচের দুই হিরো তামিম ও লিটন জার্সি গায়ে বিশেষ ফটোশ্যুটও করেন। এবং মাঠে থাকা দুই উপস্থাপক গৌতম ভিমানি ও আতাহার আলী খানের কাছে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তামিম জানান মাশরাফির মতো আর কেউই নেই৷ অন্যদিকে লিটন স্বরণ করিয়ে দেন সবসময় মাশরাফিকে পাশে পাওয়ার কথা। সেইসাথে ড্রেসিংরুমে মাশরাফির সাথে মজা করার কথা।