ক্রাইস্টচার্চ মসজিদে নতুন করে হামলার হুমকি !


অনলাইন ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে নতুন করে হামলার হুমকি দেয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই পরিপ্রেক্ষিতে দেশটির দুটি মসজিদে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

পুলিশের বরাতে বুধবার রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহে ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের সামনে কালো মুখোশ পরিহিত এক ব্যক্তির দাঁড়িয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি হামলার হুমকি বিবেচনা করে স্থানীয়রা পুলিশকে জানান। এর পরই আল নুর ও লিনউড মসজিদের নিরাপত্তা জোরদার করা হয়। ক্রাইস্টচার্চের মসজিদে হামলার প্রথম বর্ষপূর্তিতে মসজিদে আবারও হামলা হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

পুলিশের ক্যান্টারবারি জেলা কমান্ডার জন প্রাইস এক বিবৃতিতে বলেন, ‘আল নুর মসজিদের একটি ছবি বিপুল সংখ্যক লোকের শেয়ার করার বিষয়টি পুলিশ জানে।
এই ছবিটির আরও শেয়ার আমাদের সমাজের সদস্যদের উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ধরনের দৃশ্যের কোনো স্থান নিউজিল্যান্ডে নেই।’

গত বছরের ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুক হামলা চালায় অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। ওই হামলায় নিহত হন ৫২ জন মুসলিম।

Post a Comment

Previous Post Next Post