মুসলিম গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল


স্টাফ রিপোর্টার: ভারতের দিল্লিতে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা তালামীয।

৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার টাউন ঈদগাহ সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেরীরপার পয়েন্টে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

আনজুমানে তালামীযে ইসলামিযে মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব হাফিজ জিল্লুর রহমানের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মুফতি মাওলানা শামসুল ইসলাম,সহ-সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান, সাধারণ সম্পাদক এমএ আলিম, টাউন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, জেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক হাফিয মাওলানা এনামুল হক,সৈয়দ ইউনুছ আলী, পশ্চিম বাজার মসজিদের ইমাম হাফিয শিহাব উদ্দিন,দরগাহ জামে মসজিদের ইমাম মীর্জা শামীম আহমদ,শহর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক আব্দুল গফফার, জেলা আহ্বায়ক সদস্য কাওছার আহমদ প্রমুখ।

বক্তরা বলেন মুসলিম গণহত্যাকারী নরন্দ্র মোদীকে বাংলাদেশের মাটিতে কখন পা রাখতে দেওয়া হবেনা। তারা হুঁশিয়ারী দিয়ে বলেন যদি মোদী বাংলাদেশে আসে প্রয়োজন হলে আমরা শাহাদাত বরণ করব তারপরও তাকে প্রতিহত করবই করব ইনশাআল্লাহ।

Post a Comment

Previous Post Next Post