মুশফিককে রেখেই বাংলাদেশ দল ঘোষণা, আছেন সৌম্যও


অনলাইন ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দল ঘোষণা করেছে বিসিবি। পরিবর্তন করা হয়নি আগের দুই ম্যাচের দলে।
শুধু যোগ হয়েছে সৌম্য সরকারের নাম। বিয়ের কারণে ছুটিতে থাকা সৌম্য সরকারকে এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে।

এই ম্যাচে মুশফিকুর রহিমের না খেলার সম্ভাবনার কথা শোনা গেলেও ১৬ সদস্যের দলে আছেন তিনিও। মুশফিককে রাখার বিষয়টি চমক হয়েই এলো। কারণ পাকিস্তান সফরে রাজি না হওয়ায় তাকে শেষ ওয়ানডের দলের না রাখার কথাই শোনা যাচ্ছিল।

এর আগে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, মুশফিক পাকিস্তানে না খেলতে চাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে ৩য় ম্যাচে তরুণ একজনকে নিতে চায় তারা। যাতে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডের প্রস্তুতি সারতে পারে ওই তরুন ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত মুশফিককে দলে রেখেই তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করলো বিসিবি। অবশ্য দলে থাকলেও মুশফিক তৃতীয় ওয়ানডেতে একাদশে থাকবেন কিনা সেটা নিশ্চিত নয়।

Post a Comment

Previous Post Next Post