কমলগঞ্জে ভোক্তা অধিকারের ৬ হাজার টাকা জরিমানা আদায়


কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ৩টি দোকানকে নগদ ৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে পুলিশি সহায়তায় অভিযান চলে।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রয় করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে সালাউদ্দীন স্টোরকে ৫ হাজার টাকা, আতিক এন্ড ব্রাদার্সকে ৫০০ টাকা ও মারুফ মিয়ার সবজির দোকানকে ৫০০ টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

Post a Comment

Previous Post Next Post