করোনাভাইরাস একদিনে কেড়ে নিল ২৪৪ জনের প্রাণ


অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা ভয়ংকরভাবে বেড়েই চলেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) একদিনে এই ভাইরাসে ২৪৪ জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু। জানা যায়, কেবল হুবেই প্রদেশে ২৪২ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৭ জনে।

আজ বৃহস্পতিবার হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১০ জনে। চীনের মূল ভূখণ্ডে মোট মৃত্যুর সংখ্যা অন্তত ১৩৫৫ জন। হংকং ও ফিলিপাইনে দু’জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জানা গেছে, গতকাল বুধবার চীনে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ হাজার আটশ ৪০ জন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বজুড়ে ৬০ হাজারের বেশি মানুষ বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত।

Post a Comment

Previous Post Next Post