মুরগির নামে কাকের মাংস খাওয়ানো হচ্ছে রেস্তোরাঁয়


অনলাইন ডেস্কঃ মুরগির মাংসের নাম করে খাওয়ানো হচ্ছে বিভিন্ন রেস্তোরাঁয়। রেস্তোরাঁয় কুকুর বা শিয়ালের মাংস বিক্রির নজির এই ঢাকা শহরেই আছে। এবার এমন ঘটনা ঘটল ভারতের তামিলনাড়ুতে। তবে মুরগির মাংসের সঙ্গে তারা কাকের মাংস মিশিয়ে বিক্রি করছিল। হিন্দুস্তান টাইমস জানায়, তামিলনাড়ুর রামেশ্বরমে মুরগির মাংস বিক্রির এক দোকান থেকে ১৫০টি মৃত কাক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি ঘটনাটি সবার প্রকাশ্যে আসে। পিতৃপুরুষের স্মৃতিতে রামেশ্বরমে কাককে চালের দানা খাওয়ান বহু তীর্থযাত্রী। দেখা যায়, সেই চালের দানা খাওয়ার পরই মৃত্যু হচ্ছে কাকগুলোর। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান কয়েকজন তীর্থযাত্রী। প্রাথমিক তদন্তে দেখা যায়, কাকগুলোকে খাওয়ানোর জন্য কেনা দানাতে বিষ মেশানো রয়েছে। সেই বিষাক্ত দানা খেয়েই মৃত্যু হচ্ছে কাকগুলোর। এরপর মৃত কাকগুলোর মাংস মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রি করছিল তারা।

Post a Comment

Previous Post Next Post