কমলগঞ্জের নিখোঁজ স্কুল ছাত্র আখাউড়া স্টেশনে উদ্ধার


কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জের শমশেরনগরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে নিখোঁজ ছিল এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র তানভীর খান (১৫)। শমশেরনগর বিমানবন্দর সড়কের বাসা থেকে পরিবারের সবার অজান্তে বের হয়ে আর ফিরে আসেনি।

গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ সংবাদ প্রকাশ হলে আখাউড়ায় তাকে পেয়ে লোকজন তার পরিবার সদস্যদের সাথে মুঠোফোনে এ সংবাদ জানালে রোববার সকালে তার চাচা আনোয়ার খান আখাউড়া জংশন স্টেশন থেকে তাকে উদ্ধার করে বাসায় ফিরিয়ে আনেন।

তার চাচা আনোয়ার খান বলেন, সে বুদ্ধি প্রতিবন্ধী ছিল। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে শমশেরনগর স্টেশন থেকে একটি ট্রেনে উঠে আখাউড়া জংশন স্টেশনে নামে।

তিনি জানান- শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও রোববার সকালে বিভিন্ন পত্রিকায় ছবিসহ তার নিখোঁজ হওয়ার খবর প্রকাশ হয়। তাছাড়া একটি পত্রিকায় নিখোঁজ বিজ্ঞপ্তি ও প্রকাশ হয়েছিল। তা দেখে আখাউড়া জংশন স্টেশন থেকে এক ব্যক্তি মুঠোফোনে খবর জানালে রোববার সকালে একটি ট্রেন আখাউড়া জংশন স্টেশনে গিয়ে তানভীরকে উদ্ধার করে বাসায় নিয়ে এসেছেন।

Post a Comment

Previous Post Next Post