ওয়ানডে সিরিজে ৩১ বছর পর হোয়াইটওয়াশ ভারত


স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজে ৩১ বছর পর হোয়াইটওয়াশ ভারত। নিউজিল্যান্ড সফরে গিয়ে স্বাগতিকদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করা ভারত ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়।

ভারতকে মাটিতে নামিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০তে জিতে নিল নিউজিল্যান্ড। মঙ্গলবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাঁচ উইকেটে জিতেছে কিউইরা।

লোকেশ রাহুলের সেঞ্চুরিতে সাত উইকেটে ২৯৬ রানের বড় সংগ্রহ গড়েও হোয়াইটওয়াশ এড়াতে পারেনি ভারত। তিন ফিফটিতে ১৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। ৩১ বছর পর কোনো ওয়ানডে সিরিজে ধবলধোলাই হল ভারত।

টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ শেষে আগামী ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

Post a Comment

Previous Post Next Post