কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে
৪টা থেকে তানভীর খান (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ
তানভীর খাঁন শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির
ছাত্র।
নিখোজ ছাত্রের চাচা জাহাঙ্গীর আলম বলেন, শমশেরনগর বিমান বন্দর সড়কের দেলোয়ার খাঁনের ছেলে ভোরে বাসা থেকে পরিবারের সবার অজান্তে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনদের বাসা ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে দুপুরে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোজ ছাত্রের চাচা জাহাঙ্গীর আলম বলেন, শমশেরনগর বিমান বন্দর সড়কের দেলোয়ার খাঁনের ছেলে ভোরে বাসা থেকে পরিবারের সবার অজান্তে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনদের বাসা ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে দুপুরে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
