ইস্তাম্বুলে যাত্রীবাহি বিমান বিধ্বস্ত


অনলাইন ডেস্কঃ একটি যাত্রীবাহি বিমান বিধ্বস্তের খবর পাওয়া গেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে তুরষ্কের ইস্তাম্বুলে সাবিহা গোকেন বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সাবিহা গোকেন বিমানবন্দরে একটি বিমান অবতরণের সময় এ ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে বিমানের বিভিন্ন অংশে ভেঙ্গে পরে থাকতে দেখা গেছে। তবে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

সাবিহা গোকেন তুরষ্কের অন্যতম ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি। বিধ্বস্ত বিমানটি পশ্চিমের ইজমির প্রদেশ থেকে ইস্তাম্বুলে আসছিলো। তবে বিমানটি বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Post a Comment

Previous Post Next Post