নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলনের বার্ষিক বনভোজন সম্পন্ন


বিশেষ প্রতিনিধিঃ একটি ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কুলাউড়ায় গাজীপুর চা বাগানে নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলনের বার্ষিক বনভোজন ও নতুন কমিটির আত্মপ্রকাশ হলো ৫ ডিসেম্বর বৃহস্পতিবার। 
সংগঠনের সিনিয়র সভাপতি সাঈদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় রাত ৮টায় চা বাগানের ১২নং সেকশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক।
নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলনের সভাপতি শিবু দাস রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, সাপ্তাহিক সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, দন্ত চিকিৎসক রেজাউল হক, স্যানিটারি কর্মকর্তা জসিম উদ্দিন। 
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক গোপীনাথ ঘোষ, সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেল, সাংবাদিক শরীফ আহমেদ, জুয়েল আহমেদ, ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশনের মহসীন রেজা, বাংলাবাজার রক্তদান সংস্থার সভাপতি অংকুশ দেবনাথ, টিলাগাও রক্তদান সংস্থার সভাপতি রাসেল আহমদ, সমাজসেবক সাইফুল ইসলাম কাদির।
অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্য সৈয়দ আহমদ নাহিয়ান ও  দিয়ান পালের  কেক কেটে জন্মদিন পালন করা হয়।

Post a Comment

Previous Post Next Post