কুলাউড়ায় ফ্রেন্ডস ক্লাবের কমিটি গঠন


নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী বরমচাল ইউনিয়নে আর্ত-সামাজিক উন্নয়ন, সাহিত্য সাংস্কৃতিক এবং শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার অঙ্গিকার নিয়ে গঠিত সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব ২০১০ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

‌গত রোববার (১ ডি‌সেম্বর ) বরমচাল ফু‌লেরতল বাজা‌রের এক অভিজাত রেস্টুরেন্টে এক আলোচনা সভার মাধ্যমে ক্লাবের কমিটি গঠিত হয়।

আলোচনা সভায় এসএসসি ২০১০ ইং ব্যাচের সর্বসম্মতিক্রমে তানুন খানকে সভাপতি ও ম‌নোয়ার আল‌মকে সাধারণ সম্পাদক ক‌রে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- মো. সাইদুল ইসলাম চৌধুরী, নাজমুল হো‌সেন, আ‌মিনুর রহমান সোহান, মিজানুর রহমান চৌধুরী, মোহাই‌মিন সোহান, ওয়াদুদ খা‌লেদ, ফখরুল ইসলাম মা‌হিন, রা‌সেল তালুকদার, বিজয় ধর, আব্দুল আ‌জিজ সি‌দ্দিকী (শিপু), আলাল সি‌দ্দি‌কী লিটন, সফর আহমদ, জা‌হিদুর রহমান (মুন্না), রায়হান তালকদার, সাইফুল আলম, আসাদ শিলু, সা‌কিল সি‌দ্দি‌কী প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post