কুলাউড়ায় চায়নিজ কিচেন ক্লাবের উদ্বোধন


বিশেষ প্রতিনিধিঃ আধুনিতকতার ছোঁয়া নিয়ে ১৫ই ডিসেম্বর রোববার কুলাউড়ার স্টেশন রোডে উদ্বোধন হলো চায়নিজ কিচেন ক্লাবের ।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ব্যবসায়ী কন্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক ময়নুল ইসলাম শামীম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, চায়নিজের সত্ত্বাধিকারীর পিতা বিমলেন্দু বৈদ্য, সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন, ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী কাবুল পাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, সাংবাদিক শরিফ আহমেদ, আতাউর রহমান আতা, ফটো সাংবাদিক জুয়েল দেব, সাবেক ওয়ার্ড সম্পাদক কামাল আহমেদ, সদস্য জালাল আহমদ প্রমুখ।

বিধান বৈদ্যের পরিচালনায় এই চায়নিজে থাকছে প্রতিদিন সকালে ৭টা থেকে ১১টা পর্যন্ত বুফে মাত্র ১২০ টাকায় ১৫টি আইটেম, তাছাড়া রয়েছে হায়দ্রাবাদ বিরানী, নুডুলস, স্কাই কিসেস, সি ফুড, ডায়বেটিস ফুড সহ আরো অনেক নিজস্ব আইটেম রয়েছে এই চায়নিজে।

Post a Comment

Previous Post Next Post