'বিধীর বিধান.......' -তুলোশী চক্রবর্তী

বিধীর বিধান.......

      -তুলোশী চক্রবর্তী


একা রেখে গেছো চলে.....
তবু তোমায় আমি ভুলতে না পারি
প্রথম দেখা তোমার হাসি মুখটা
আজো আমি বারে বারে স্মরি,
তুমি থাকোনা যতো দুরেই
সর্বদা তোমার শুভ কামনাই করি,

আজো আমার মনের আকাশে
তুমিই একমাএ প্রজ্বলন্ত নক্ষত্র
যন্ত্রনায় ছটফট করি তখন
যখন দেখি তোমার আকাশে নেই 
আমার কোনো অস্তিত্ব,

আমার কথায় বিরক্ত হবে?
এটা কখনো না চাইবো
এ জীবনে মরনে আমি
তোমার পানে চেয়ে চেয়ে দুরে সরেই থাকবো,
ও বন্ধু তোমার সুখের জন্য
আমি সব কিছুই সইবো,

ভাগ্যহীনা আমি ওগো
আপন কি করে তুমি হবে?
বিচ্ছেদ-ই বুঝি বিধীর বিধান
আমাদের এই জনমে রবে?


Post a Comment

Previous Post Next Post