স্টাফ রিপোর্টারঃ
কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ এর এক দশক পূর্তি উপলক্ষে
বিভিন্ন বিদ্যালয়ের শিশু কিশোরদের নিয়ে সাধারণ জ্ঞান ও চিত্রাঙ্কন
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৮
ডিসেম্বর বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুলাউড়া বালিকা উচ্চ
বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১ম শ্রেণি হতে অষ্টম শ্রেণির প্রায় ৬
শতাধিক শিক্ষার্থী সাধারণ জ্ঞান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতার সার্বিক তত্তাবধানে ছিলেন সংলাপ প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ
সিপার উদ্দিন আহমদ। এ সময় সংলাপ উপদেষ্টা রাধেশ্যাম রায় চন্দন ও কুলাউড়া
বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনসহ শিক্ষক, সাংবাদিক ও
রাজনৈতিক ব্যক্তিবর্গ কক্ষ পরিদর্শন করেন।
উল্লেখ্য, সংলাপ পত্রিকার এক দশক পূর্তি উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর কুলাউড়া ডাক বাংলো মাঠে বর্ষপূর্তি অনুষ্ঠানে ফলাফল প্রকাশ ও প্রত্যেক শ্রেণির শীর্ষ ৩ প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, সংলাপ পত্রিকার এক দশক পূর্তি উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর কুলাউড়া ডাক বাংলো মাঠে বর্ষপূর্তি অনুষ্ঠানে ফলাফল প্রকাশ ও প্রত্যেক শ্রেণির শীর্ষ ৩ প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হবে।
