মৌলভীবাজারের তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াস


স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কন কনে শীত ও বাতাসের কারণে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। ঠান্ডা বাতাসের কারণে বেশ শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে পূরো জেলার আকাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। সূর্যের দেখা না মিলায় শীতের তীব্রতা বেড়ে যায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রতিদিন তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে করে সাধারণ মানুষ ভোগান্তিতে পরেছেন।
 
শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিস সূত্রে জানাযায়, ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্নতাপমাত্রা ১৪.৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহ থেকে ১১ ডিগ্রী সেলসিয়াস থেকে ১৪.৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। এ মাসের শেষদিকে তাপমাত্রা আরো কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

সকাল ও রাতের বেলা খড়কুটা জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। টানা কয়েকদিনের শীতের কারনে মধ্য ও নিম্নবৃত্তের মানুষ গরম কাপড়ের দোকানে ভীর করছেন। হাসপাতাল গুলোতে চিকিৎসা নিতে শিশু ও বয়স্কদের সংখ্যা বাড়ছে।

Post a Comment

Previous Post Next Post