সাব্বির নাসিরের গানে মডেল সাফা কবির


বিনোদন ডেস্কঃ সাব্বির নাসিরের গাওয়া গানে মডেল হয়েছেন সাফা কবির। গানটির শিরোনাম ‘হর্ষ’। এর মিউজিক ভিডিও নির্মাণ করছেন আয়নাবাজিখ্যাত ছবির নির্মাতা অমিতাভ রেজা।

গানটি লিখেছেন রাজিব হাসান। সুর-সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার। মিউজিক ভিডিওটির চিত্রনাট্য লিখেছেন চিরকুট ব্যান্ডের সুমি।

গানটির শুটিং হয় এফডিসিতে। গান প্রসঙ্গে শিল্পী সাব্বির নাসির বলেন, অসম্ভব সুন্দর একটি গান। এই গানের মধ্য দিয়ে অমিতাভ রেজা প্রথমবার মিউজিক ভিডিও নির্মাণ করলেন। এটা অবশ্যই  ভালো লাগার একটি বিষয়। আমি যখন গানটি করে অমিতাভ রেজাকে পাঠাই তখন সে জানান গানটি তার অসম্ভব ভালো লেগেছে। এরপরই প্রস্তাব দেই গানটি ভিডিও নির্মাণের। পরে ভালো লাগা থেকেই ভিডিও নির্মাণে আসা তার। আশা করছি, দারুন একটি কাজ হবে। দর্শক-শ্রোতারা মুগ্ধ হবেন। 

গানটির মডেল হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাফা কবির বলেন, গানটি শোনার পর ভালো লেগে গেল। সেই সঙ্গে অমিতাভ রেজা এটি নির্মাণ করছেন। সব মিলিয়ে দারুণ একটি কাজ মনে হয়েছে, তাই করলাম।

নির্মাতা সূত্রে জানা যায়, চলতি মাসে গাংচিলের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে।

Post a Comment

Previous Post Next Post