কুলাউড়ায় আওয়ামিলীগের সম্মেলনের প্রথম অধিবেশন শুরু


বিশেষ প্রতিনিধিঃ জাতীয় সংগীতের মাধ্যমে দীর্ঘ ১৫বছর পর কুলাউড়া উপজেলা আওয়ামিলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে।

দুপুর ১২টার সময় স্থানীয় ডাক বাংলা মাঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ইতিমধ্যেই কুলাউড়ায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। দীর্ঘ ১৫বছর পর কুলাউড়ায় সম্মেলন সেই সম্মেলনকে সফল করতে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে, তাই বৃষ্টি উপেক্ষা করেও সম্মেলনে যোগ দিয়েছেন হাজার হাজার নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত হয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর পরিচালনায় অনুষ্ঠিতব্য সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- জেলা পরিষদ চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মো. আজিজুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি এমপি আব্দুস শহীদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

Post a Comment

Previous Post Next Post