'সেই হাসিটা' - তুলোশী চক্রবর্ত্তী

সেই হাসিটা

       - তুলোশী চক্রবর্ত্তী


সেই হাসিটা পড়ছে মনে
শুধু ছিল তা তারই বদনে,
যারে আমি বহুবছর ধরে
দেখিনি এই যুগল নয়নে
যে হাসিটা ঘোর লাগায়
আমার প্রত্যেক শিরায় শিরায়,
রহস্য ঘেরা যে হাসিতে
আমার হৃদয় হরণ হয়রে মুহুর্তে
প্রান জুডানো যে হাসি দেখা ছাড়া
বৃথা মনে হয় এই জীবন ধরা,
মায়াঘন যে হাসিতে
মনে আগুন লাগে_

অপলক চেয়ে থাকি যে হাসির জন্য জেগে
তবু পারিনা রাখতে মনকে বেধে,
মাঝে মাঝে মনে হয়
সে হাসি যেনো স্নেহের কথা কয়,
না বুঝি তার হাসির ভাষা
তাই শুধু অকারনে চেয়ে থাকা,

ইচ্ছে ছিল সারাজীবন খাকবো সেই হাসির কাছে,
আশা ছিল সেই হাসিটা আমায় বাঁচাবে ভালোবেসে,
বহু বছর সুখে কাটবে জীবন একসাথে,
হারিয়ে যাওয়া সেই হাসিটা আজ অন্য জনের পাশে।

Post a Comment

Previous Post Next Post