স্টাফ রিপোটার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে ওসমান সাঈদ মানুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শিশু কুলাউড়া ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও ইস্ট কোষ্ট গ্রুপ কুলাউড়া ক্রিকেট একাডেমির পরিচালক মোহাম্মদ কাওছার হোসেইন বাবলুর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ১২টার দিকে মানুন খাবার খাচ্ছিল। হঠাৎ করে খাবার শেষ করে বাইরে গিয়ে সবার অজান্তেই বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় সে। পরে শিশু মানুনকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির পেছনের পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাঈদ মানুনকে মৃত ঘোষণা করেন।
ট্যাগ »
হোম