নিউইয়র্কে জুয়ার আসরে গোলাগুলি, নিহত ৪


অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি জুয়ার ক্লাবে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয় সময় শনিবার সকালের দিকে ব্রুকলিনের কাছের শহর উইকিসভিলের উতিসা এভিনিউর একটি নৈশ ক্লাবে এ হামলার ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ব্রুকলিনে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গোলাগুলির উদ্দেশ্য এবং সেখানকার সঠিক পরিস্থিতি এখনও জানা যায়নি।

ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। সেখানে তাস ও ‘ডাইস’ পাওয়া গেছে, সেগুলো ব্যবহার করে অবৈধভাবে জুয়া খেলা হত।

স্থানীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ গোলাগুলির স্থানকে অফিস শেষের পরে মানুষের আড্ডার স্থান বলে বর্ণনা করেছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া গুলিতে আরও দুজন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post