যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পিতা-পুত্রের মৃত্যু


অনলাইন ডেস্কঃ অভিবাসী মর্যাদায় যুক্তরাষ্ট্রে আসার ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মারা গেলেন দুই বাংলাদেশি। গত ২১ অক্টোবর সন্ধ্যায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে আরিজোনা অঙ্গরাজ্যে ফিনিক্স সিটি সংলগ্ন স্যান্ডলারে। 

নিহতরা হলেন, মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল (৫০) এবং তার ১৩ বছরের ছেলে আব্দুল্লাহ উদ্দিন। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।  

জানা যায়, পুত্রকে নিয়ে কাজল হেঁটে যাচ্ছিলেন নিকটস্থ ইস্টভেলী ইসলামিক সেন্টার মসজিদে মাগরিবেব নামাজ আদায়ের জন্যে। ইরি স্ট্রিট অতিক্রমের সময়েই তারা দুর্ঘটনায় পতিত হন। এসময় কালো রংয়ের ডজ ডুরঙ্গ গাড়িটি আলমা স্কুল রোর্ড অতিক্রমকালে তাদেরকে চাপা দিয়ে কেটে পড়ে বলে সেখানকার পুলিশের ডিটেকটিভ শেথ টাইলার জানান। বিকেল পৌণে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। 
এসময় ঘটনাস্থলেই কাজলের মৃত্যু হয়। মারাত্মক আহত অবস্থায় আব্দুল্লাহকে হাসপাতালে নেয়ার পরদিন সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে পুলিশ জানায়। 

বুধবার সকালে ঘাতক চালক মিশেল হেগারম্যানকে (৫৪) গাড়িসহ গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। 

নিহতের বড় ভাই ডা. ইকবাল উদ্দিন জুয়েল সূত্রে জানা গেছে, বুধবার  বাদ জোহর ঐ মসজিদে একই সঙ্গে জানাজা শেষে পিতা-পুত্রকে দাফন করা হয়েছে মারিকোপা রাহমা গোরস্থানে।

মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল তাঁর ছেলে আব্দুল্লাহ, স্ত্রী ও কলেজ পড়ুয়া একমাত্র মেয়েসহ দুর্ঘটনার ১০ দিন আগে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন। কাজলের বড় ভাই ডা. ইকবাল উদ্দিন জুয়েল আমেরিকা প্রবাসী। ১৪ বছর আগে তার আবেদনেই আমেরিকা এসেছিলেন তারা।  

1 Comments

Previous Post Next Post