৮ সহকর্মীকে গুলি করে হত্যা করল রুশ সেনা


অনলাইন ডেস্কঃ সাইবেরিয়ায় ৮ সহকর্মীকে গুলি করে হত্যা করেছে এক রুশ সেনা। এ সময় আরও অন্তত দুজন সেনা আহত হন।

সাইবেরিয়ার চিতার গোর্নি এলাকার একটি সেনাঘাঁটিতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দায়ী সেনাসদস্য সম্ভবত মানসিক সমস্যায় ভুগছেন। তাকে আটক করা হয়েছে। নিহত সেনাসদস্যদের নাম প্রকাশ করা হয়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সেনাসদস্যদের দায়িত্বের দৈনিক পালাবদলের সময় হামলার ওই ঘটনাটি ঘটে।

ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে কারতাপোলভ।

Post a Comment

Previous Post Next Post