সাবেক এমপি এএনএম ইউসুফ- এর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত


নিউজ ডেস্কঃ সাবেক এমপি এ এন এম ইউসুফ এর ১০ম মৃত্যুবার্ষিকী কুলাউড়ায় পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবাদ (২২ অক্টোবর) দিনব্যাপী খতমে কোরআন, ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরণী বিতরণসহ অন্যান্য কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়। 

কুলাউড়া উপজেলার শিক্ষক সমিতির সাবেক সভাপতি খোরশেদ উল্ল্যা মাষ্টারের সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য নবাব আলী আব্বাস খাঁন। বক্তব্য রাখেন কুলাউড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, জেলা স্বচ্ছাসেবকদলের সহ সভাপতি সরওয়ার আলম বেলাল, ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান মমদুদ হোসেন, আওয়ামীলীগ নেতা প্রভাষক একেএম শাহ জালাল, ব্রাহ্মণবাজার ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাচ্চু, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মোঃ রফিক আহমদ, এম এ গণি আর্দশ কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শাহ আলম, কুলাউড়া উপজেলা জামায়াত নেতা রাজানুর রহিম ইফতেখার, কুলাউড়া উপজেলা বিএনপির নেতা রেদওয়ান খাঁন, আলমগীর হোসেন ভূঁইয়া, পৌর বিএনপি নেতা মুজিবুল আলম সুহেল, উপজেলা বিএনপির নেতা আবু সুফিয়ান প্রিন্স ও আব্দুস সালাম, শেখ মো. শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম পাকি, দেলওয়ার হোসেন ও মীর মহিউদ্দিন আকবর। এছাড়াও বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষিকাসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল হোসেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, রাজনীতির পাশাপাশি তাঁর প্রতিষ্ঠিত কুলাউড়া কলেজ, লংলা আধুনিক ডিগ্রী কলেজ, ফুলতলা সাগরনাল শাহ্ নিমাত্রা কলেজসহ অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তিনি চির ভাস্বর হয়ে আছেন। 

পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রাহ্মণবাজার ইউপির সাবেক চেয়ারম্যান মরহুমের ছেলে এড. খালেদ লাকী, নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি নেতা মরহুমের পুত্র এড.এএনএম আবেদ রাজা, মরহুমের স্ত্রী আলহাজ্ব লুৎফুন্নাহার ইউসুফ, ব্যবসায়ী মুসা খাজা, প্রবাসী ইছাক সুজা, আহমদ দ্বারা ও কন্যা প্রবাসী লতিফা বানু। #বিজ্ঞপ্তি

Post a Comment

Previous Post Next Post