কুলাউড়ায় মাটির দেয়াল চাপায় নারীর মৃত্যু


স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় টিউবওয়লের পানি আনতে গিয়ে মাটির দেয়াল চাপায় গুরুতর আহত নেওয়ারুন বেগম (৩৫) নামের এক গৃহবধুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ২৭ অক্টোবর ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নেওয়ারুন মারা যান। তিনি উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের বয়তুল্লাহ মিয়ার স্ত্রী এবং এক কন্যা ও দুই পুত্র সন্তানের জননী।

দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ২৬ অক্টোবর বিকাল ৩টার দিকে পানের জন্য ঘরের পাশে মাটির তৈরী গোসলখানায় স্থাপিত টিউবওয়েল থেকে পানি আনতে যান নেওয়ারুন। এ সময় আকস্মিক গোসলখানার মাটির দেওয়ালটি ধসে এর নিচে চাপা পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক নেওয়ারুন বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়।

Post a Comment

Previous Post Next Post