আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ


অনলাইন ডেস্ক: নতুন প্রেসিডেন্ট পেল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। কেন্দ্রীয় বামপন্থি নেতা আলবার্তো ফার্নান্দেজ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। 

সম্প্রতি দেশটিতে অর্থনৈতিক সংকট প্রকট আকার ধারণ করেছে। এর মধ্যেই অনুষ্ঠিত হল প্রেসিডেন্ট নির্বাচন। খবর বিবিসির।

বিজয়ী হতে ৪৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন ফার্নান্দেজ। এই নির্বাচনে তিনি ক্ষমতাসীন কনজারভেটিভ দলের মৌরিসিও ম্যাক্রিকে পরাজিত করেছেন।
ভোটের ফলাফল প্রকাশের পর ফার্নান্দেজের নির্বাচনী সদর দফতরে তার সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। সাম্প্রতিক সময়ে দেশটির অর্থনৈতিক সংকট এতটাই বেড়েছে যে, সেখানকার প্রায় এক তৃতীয়াংশ মানুষকে দারিদ্র্যতার দিকে ঠেলে দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post